তিন দিন হয়ে গেলো তাও মিটলো না চেন্নাই তে স্যামসুং কর্মীদের ধর্মঘট

বেতন বৃদ্ধি কাদের পরিবেশ উন্নতি করা সহ বিভিন্ন দাবি না মানা অব্দি ধর্মঘটে অনড় রয়েছে সামসুংয়ের চেন্নাই কারখানার কর্মীরা ।সোমবার থেকে তারা তিন দিন এই ধর্মঘট চালাচ্ছেন ।পেরামপুদুরে ২০০০ কর্মী বিশিষ্ট এই কারখানা টি তে তৈরি হয় সামসংয়ে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ।আগামী শুক্রবার সংস্থার কর্মী ও আধিকারিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে ।