শনিবার রাতে বাঁধ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে বাঁধের ১৯ নম্বর গেটের শিকল ভাঙার ফলে ,লাল সতর্ক বার্তা জারি করেছে কর্ণাটক সরকার । পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কৃষনদীর পাশাপাশি এলাকাগুলি তেও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ।আপাতত গেট টি সারাতে জলাধার থেকে জল কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে,আপাতত ৮৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে,তুঙ্গভদ্রা বাঁধের ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...