তুঙ্গাভদ্রা নদীর বাঁধে ১৯ নম্বর গেট টি ভেঙে বিপর্যয় নামলো

শনিবার রাতে বাঁধ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে বাঁধের ১৯ নম্বর গেটের শিকল ভাঙার ফলে ,লাল সতর্ক বার্তা জারি করেছে কর্ণাটক সরকার । পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কৃষনদীর পাশাপাশি এলাকাগুলি তেও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে ।আপাতত গেট টি সারাতে জলাধার থেকে জল কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে,আপাতত ৮৯ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে,তুঙ্গভদ্রা বাঁধের ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি ।