অর্থমন্ত্রী জানান আগের ইউপিএ সরকার তেল বন্ড ছেড়েছিল। সেই বন্ডের টাকা ও সুদ মেটানোর জন্যই তিনি তেলের শুল্ক কমাতে পারছেন না। তেলের দাম না কমার জন্য আগের সরকার দায়ী। কংগ্রেস এই ব্যাপারে প্রতিবাদ করেছে। তারা জানায় এই সরকার এইখাতে এপ্রিল পর্যন্ত ৩৫০০ কোটি টাকা দিয়েছে কিন্তু এই খাতে আয় করেছে ৪ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা এদিকে অশোধিত তেলের দাম কমলেও দেশে তেলের দাম কমাতে সরকার আগ্রহী নয়।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...