খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের জাতীয় নির্বাচন কমিশন সময় এবং প্রতীক্ষার উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের বিধানসভার জন্য পা ফেলতে চাইছে ।করোনা চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে নানা বিধ আলোচনা এবং চর্চা চলছে ।সাধারণত চলতি সময় থেকে আগামী বছরের এপ্রিল মে তে ভোটের জন্য প্রস্তুতি শুরু করে কমিশন ,কিন্তু করোনা আবহাওয়া তে প্রস্তুতির মত সব কাজ থমকে রয়েছে ।