খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহারাষ্ট্রে গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন উদ্ভব ঠাকরে ,তার সঙ্গে এনসিপি, শিবসেনা এবং কংগ্রেস থেকে দুই জন করে সর্বমোট ৬ জন মন্ত্রী শপথ নেয় ।একটি সংবাদ সূত্রে জানা যায় অর্থ ,স্বরাষ্ট্র ,পরিবেশ ও বনদফতর যেতে পারে এনসিপির ঝুলিতে অন্যদিকে রাজস্ব ,পূর্ত ,শুল্ক দফতর যেতে পারে কংগ্রেসের হাতে । গৃহ নির্মাণ ,নগর উন্নয়ন এবং সেচ দফতর পেতে পারে শিবসেনা ।শিল্প এবং শিক্ষা দফতর নিয়ে এখনো কোনো ভাগাভাগি নিয়ে কোনো কথা হয়নি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...