দিনরাতের টেস্টে হাউস ফুল হতে চলেছে ইডেন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত  শনিবার  সি  এবির  পক্ষ  থেকে  টুইট  করে  বলা  হয়েছে  যে  ভারত  –  বাংলাদেশের  প্রথম  দিন  রাতের  টেস্টে  এর  প্রথম তিন  দিন  ২২ ,২৩ ও  ২৪  শে  নভেম্বর  প্রায়  ৫০  হাজার  টিকিট  বিক্রি  হয়ে  গিয়েছে | সি  এবি কর্ত্তৃপক্ষের   আশা   ১৪ ই  নভেম্বর  কাউন্টার  থেকে  টিকিট  বিক্রি  শুরু  হলে  প্রথম  তিন  দিনের  কোন  টিকিটি  আর  অবশিষ্ট  থাকবে না ।