খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দিল্লিতে গতকাল নর্দমা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো দিল্লি পুরসভার এক সাফাই কর্মীর । শনিবার সকালে দিল্লির সকরপুর এলাকাতে ঘটনাটি ঘটে । মৃত সাফাই কর্মীর নাম অশোক । নর্দমা পরিষ্কার করার সময় অশোক ও আরো তিনজন সাফাই কর্মী জ্ঞান হারান বিষাক্ত গ্যাসে । হাসপাতালে নিয়ে যাওয়া হলে অশোক কে মৃত বলে ঘোষণা করা হয় । ওই ঘটনাতে দুইজন ঠিকাদার কে গ্রেফতার করেছে পুলিশ ।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...