দিল্লির যন্তর মন্তরে ১৭ নভেম্বর বিক্ষোভ দেখাবে ভারতীয় মজদুর সংঘ বিলগ্নিকরণের প্রতিবাদে

সংঘের শ্রমিক সংগঠন বিএমএস আগামী ১৭ নভেম্বর দিল্লির যন্ত্র মন্তরে কেন্দ্রীয় সরকারের বিলগ্নি করণ ,বেসরকারি করণ ও ঠিকা কর্মীদের পাকা চাকরির দাবিতে দিল্লির যন্তর মন্তরে আগামী ১৭ নভেম্বর একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ।সংগঠনের জাতীয় সচিব বলেন রাষ্ট্রায়াত্ব সংস্থা গুলি দেশের উন্নয়ন বেকারত্ব সমস্যা সমাধানের জন্য গড়ে তোলা হয়েছিল ,এই গুলির বেসরকারি করণ চলবে না,বরঞ্চ নতুন প্রযুক্তি এনে এই গুলিকে বাঁচিয়ে তোলা উচিত ।