দিল্লি এখন মারাত্বক বায়ু দূষণে আক্রান্ত

দীপাবলির আগেই ধোঁয়াশা তে ঢাকলো সমগ্রহ দিল্লি ,শনিবার সকালেই পরিলক্ষিত হয় ধোঁয়াশার চাদরে ঢেকে আছে রাজধানীর বিভিন্ন এলাকা দিল্লিতে দূষণের ম্যান বেড়েছে বেশ কিছুটা । শনিবার সকালে দিল্লির বায়ুমান সূচক ছিল ২৬২ ,যা খারাপ শ্রেণীর মধ্যে পরে । দীপাবলির পরে বাতাসে দূষণের মাত্রা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে ।