খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক – দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ এখন ভারতে কোরোনার এপিসেন্টার হয়ে উটেছে এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ ,ইসলামী ধর্মীয় সংগঠন তবলোকি জামাত আয়োজিত ওই অনুষ্ঠানে অনেক বিদেশী ও ছিলেন তাদের সন্ধানে প্রশাসন দেশের কোনে কোন ছাপা মারছে ।মঙ্গল বার মহারাষ্ট্রে এমন ১০ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে যারা ওই জমায়েতে ছিলেন তাদের একটি মসজিদে লুকিয়ে রেখে ছিলেন ধর্মীগুরুরা আহমেদ নগর জেলার মসজিদে হানা দিয়ে দুই ট্রাস্টি ধর্মগুরুকে আটক করা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...