খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক – দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ এখন ভারতে কোরোনার এপিসেন্টার হয়ে উটেছে এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ ,ইসলামী ধর্মীয় সংগঠন তবলোকি জামাত আয়োজিত ওই অনুষ্ঠানে অনেক বিদেশী ও ছিলেন তাদের সন্ধানে প্রশাসন দেশের কোনে কোন ছাপা মারছে ।মঙ্গল বার মহারাষ্ট্রে এমন ১০ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে যারা ওই জমায়েতে ছিলেন তাদের একটি মসজিদে লুকিয়ে রেখে ছিলেন ধর্মীগুরুরা আহমেদ নগর জেলার মসজিদে হানা দিয়ে দুই ট্রাস্টি ধর্মগুরুকে আটক করা হয় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...