দিল্লি পুলিশের উপর সংশোধিত আইন ২০২১ চালু হলো

নির্বাচিত কেজরিওয়াল সরকার কে পুতুল বানিয়ে দিল্লির উপরাজ্যপাল কেই দিল্লির প্রকৃত সরকার হিসাবে
ঘোষণা করা সংশোধিত আইন টি মঙ্গলবার থেকে কার্যকর কেন্দ্র ।বিরোধীরা অভিযোগ করছেন বিতর্কিত ” ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি ,( এমেন্ডমেন্ট ) এক্ট ২০২১ দেশের সংবিধান পরিপন্থী ।নরেন্দ্র মোদী সরকার বিরোধিতা সত্ত্বেও সংসদে সংখ্যা গরিষ্ঠতার জেরে এই আইন পাশ করেছে ।তার ফলে দিল্লি পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেই চলে গেল ।