দিল্লি ও সংলগ্ন অঞ্চলে দুধের দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি ।সংস্থার তরফে জানানো হয়েছে ফুল ক্রিম দুধেরদাম বাড়ানো হয়েছে লিটারে ১ টাকা করে ,আর টোকেন দুধের ক্ষেত্রে বৃদ্ধি লিটারে ২ টাকা ।সংস্থার তরফে জানানো হয়েছে কাঁচা মালের দ্বর বৃদ্ধির জেরে সোমবার থেকে এই দ্বর কার্যকর হবে ।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...