খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কোর্টের নির্দেশে অনিল আম্বানি কে গতকাল ই এরিকসনের দেনা ৪৫৮.৭৭ কোটি টাকা মিটিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন কোর্ট । তার কোম্পানি রিলায়েন্স কম্মুনিকেশন এরিকসন কে তার প্রাপ্য দেনা মিটিয়ে দেয় । এই দুঃসময়ে তার পাশে থাকার জন্য তার দাদা মুকেশ আম্বানি এবং বৌদি নীতা আম্বানি কে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ।