খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরী যুদ্ধবিমান তেজাস সফল ভাবে নামলো এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য । সোশ্যাল মিডিয়াতে এই ল্যান্ডিংয়ের কয়েকটি ছবি ভাইরাল হয় । ডিআরডিও তরফ থেকে দাবি করা হয়েছে খুব শিগ্রই রণতরী থেকে উড়বে তেজাস । নৌবাহিনী এবং ডিআরডিও কে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ্য আইএনএস বিক্রমাদিত্য ভারতের একমাত্র রণতরী যাতে ৩০টি বিমান রাখা যায় ।