কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা নিয়ে বৈঠকে দেশের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা বলেন “যেই ভাবে ভাইরাস ছড়িয়েছে তাতে তৃতীয় ঢেউ আশা শুধু সময়ের অপেক্ষা ,তবে কবে আসবে এখনো বলা সম্ভব নয় ,তৃতীয় ঢেউ রুখতে দেশে দ্রুতটিকাকরণের প্রয়োজনীয়তার কথা তিনি বলেন । তবে তিনি বলেন টিকা করণ জোরদার হলে সংক্রমণের হার অনেক কমে আসবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...