দুই দিন আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন দেশে গমের বাম্পার ফলন হওয়াতে ৯ টি দেশে গম রফতানির
সম্ভাবনা খতিয়ে দেখতে বাণিজ্যিক প্রতিনিধি দল পাঠানো হবে ।কিন্তু আচমকা সরকার দেশের মানুষের খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখেবিদেশে গম রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিলো । সূত্রের খবর যেইখানে গোড়া তে ১ হাজার ১১৩ টন গম উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিলকিন্তু গরমের কারণে সেই লক্ষ্য মাত্রা ১০০০ টনে নেমে আসে ।