দেশের শিল্পপতিরা অক্সিজেনের অভাব মেটাতে ঝাঁপিয়ে পড়লেন

দেশের এই করোনা পরিস্থিতি তে অক্সিজেনের এই সংকট মেটাতে টাটা স্টিল  রোজ ২০০-৩০০ টন  অক্সিজেন  দেবে  জিন্দাল স্টিল দেবে ১৮৫ টন  ,আর্সেলর মিত্তল  দেবেন ২০০ টন , সেল  ৩৩,৩০০ টন  অক্সিজেন  রিলায়েন্স দেবে ৭০০টন অক্সিজেন , আর  আই এন  আই  এল  তাদের ভাইজাগ স্টিল প্লান্ট থেকে দিয়েছে  ৮,৮৪২ টন  অক্সিজেন ,ইন্ডিয়ান অয়েল দিয়েছ ১৫০ মেট্রিক টন  অক্সিজেন হাসপাতাল গুলিকে  বিপিসিএল দিয়েছে ১০০ মেট্রিক  টন  অক্সিজেন  এবং ইফকো  ঘোষণা করেছেন আগামী ১৫ দিনে ৪ টি অক্সিজেন প্লান্ট শুরু করার ।