দেশে কোরোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সাম্প্রতিক তথ্য

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  –  দেশ জুড়ে করোনাভাইরাস  আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ,কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রকের সর্বশেষ  পরিসংখ্যান অনুযায়ী  জানা যাচ্ছে এই মুহূর্তে  এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৯৭ মৃত্যুর সংখ্যা ৩৫,আক্রান্তদেড় মধ্যে ১৩৪৮ জন ভারতীয় নাগরিক  এবং বাকি ৪৯ জন বিদেশী ।ইতিমধ্যে করোনা  থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন । কেন্দ্র সব রাজ্যগুলিকে  সীমানা  সিল করার নির্দেশ দিয়েছে আক্রান্তের শীর্ষে  রয়েছে মহারাষ্ট্র  ও কেরল ।