দেশে গাড়ি বিক্রির চাহিদা কমা তে চিন্তিত ফাডা

গাড়ি বিক্রেতা সংগঠন ফাডার তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ,প্রথাগত জ্বালানি গাড়ির পরে দেশে কমলো বৈদ্যুতিক গাড়ির বিক্রি ।ফাডার তরফে বলা হয়েছে জানুয়ারির ৯৮ হাজার থেকে কমে বিক্রি নেমেছে ৭৬ হাজারে । যাত্রী গাড়ির বিক্রি ২০.৫% কমেছে । বাণিজ্যিক ও তিন চাকার গাড়ি বিক্রি ১২% কমেছে ।