দোল-খেলা নিষিদ্ধ হলো সোনাঝুরি হাটে

On: Monday, March 10, 2025 9:55 AM

আগামী বসন্ত উৎসবে সোনাঝুরি হাঁটে দোলখেলা নিষিদ্ধ করলো বনদফতর ,ভিড় ও পরিবেশ দূষণ এড়াতে ।এই বিষয়ে প্রচার ও শুরু করে দিয়েছে বনদফতর ।উল্লেখ্য গত বছর বিশ্ব ভারতীতে বসন্ত উৎসব করা হয়নি ,জেলা বন আধিকারিক এক বিবৃতিতে বলেন ,বনাঞ্চলের মধ্যে কখনো এই উৎসবের অনুমতি দিতে পারিনা ।প্রকৃতি বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হলো ।