আগামী বসন্ত উৎসবে সোনাঝুরি হাঁটে দোলখেলা নিষিদ্ধ করলো বনদফতর ,ভিড় ও পরিবেশ দূষণ এড়াতে ।এই বিষয়ে প্রচার ও শুরু করে দিয়েছে বনদফতর ।উল্লেখ্য গত বছর বিশ্ব ভারতীতে বসন্ত উৎসব করা হয়নি ,জেলা বন আধিকারিক এক বিবৃতিতে বলেন ,বনাঞ্চলের মধ্যে কখনো এই উৎসবের অনুমতি দিতে পারিনা ।প্রকৃতি বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হলো ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...