খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে ২০১৪ সালে দ্বিতীয় পর্বে যেইখানে ভোট পড়েছিল ৭০% তা এইবারে দাঁড়ালো ৬৬%কাছাকাছি । কমিশনের পরিসংখ্যান বলছে বিহারে ভোট পড়েছে ৬২.৩৮%। যা ২০১৪ সালে ছিল ৬৫%। কর্নাটকে ভোট পড়েছে ৬১.৮৪%,২০১৪ সালে যা ছিল ৬৮.৫৬%। উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৬১.৮৭% যা ২০১৪ সালে ছিল ৬৪%।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...