দ্বিতীয় দফার ভোটে ভোটদানের সংখ্যা কম

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :    নির্বাচন  কমিশনের সূত্রে জানা  গিয়েছে  ২০১৪ সালে  দ্বিতীয়  পর্বে যেইখানে  ভোট পড়েছিল ৭০% তা এইবারে দাঁড়ালো ৬৬%কাছাকাছি ।  কমিশনের পরিসংখ্যান বলছে বিহারে  ভোট পড়েছে ৬২.৩৮%। যা ২০১৪ সালে ছিল ৬৫%। কর্নাটকে  ভোট পড়েছে ৬১.৮৪%,২০১৪ সালে যা  ছিল ৬৮.৫৬%। উত্তরপ্রদেশে  ভোট পড়েছে ৬১.৮৭%  যা ২০১৪ সালে ছিল ৬৪%।