অনেক অঙ্ক কষে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা ,দুটি নাম নিয়ে চূড়ান্ত আলোচনা তে বসেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ।অবশেষে চূড়ান্ত আলোচনাতে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও জনজাতি সমাজের মহিলা প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্তহয় । ওড়িশার বাসিন্দা দ্রৌপদীর নাম চূড়ান্ত হলে বিজেডি ও জেএম এম তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন ,এই নামটি নির্বাচিত হওয়াতে
জনজাতিতে দের জন্য সংরক্ষিত ৬৪ লোকসভা আসনে ভালো ফল করার সম্ভাবনা জোরদার হলো ।