দ্রৌপদী মুর্মু পরবর্তী রাষ্ট্রপতি পদ প্রার্থী এনডিএ পরে অঙ্কের পরে

অনেক অঙ্ক কষে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা ,দুটি নাম নিয়ে চূড়ান্ত আলোচনা তে বসেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ।অবশেষে চূড়ান্ত আলোচনাতে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও জনজাতি সমাজের মহিলা প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্তহয় । ওড়িশার বাসিন্দা দ্রৌপদীর নাম চূড়ান্ত হলে বিজেডি ও জেএম এম তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন ,এই নামটি নির্বাচিত হওয়াতে
জনজাতিতে দের জন্য সংরক্ষিত ৬৪ লোকসভা আসনে ভালো ফল করার সম্ভাবনা জোরদার হলো ।