প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের খালি হওয়া আসনে বিজেপি সুশীল মোদিকে প্রার্থী করবে। তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের খুবই ঘনিষ্ট। এবারের ভোটে বিজেপি জে ডি ইউর থেকে বেশি আসন পেয়েছে। এল জে পির চিরাগ পাসোয়ান নীতীশের বিরুদ্ধে তোপ দাগলেও বি জে পিকে কিছু বলেননি। এল জে পির ভোট কাটার জন্য এবারে নীতীশের আসন কমেছে। এন ডি এ জোটের প্রার্থী হিসাবে সুশীল মোদির জয় এখন সময়ের অপেক্ষা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...