নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে অগপ

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী  এবং অসম গণপরিষদের  বিধায়ক প্রফুল্ল কুমার মোহান্ত । অসমে  সরকার  গড়েছে বিজেপি অসম গণ পরিষদের  সমর্থন নিয়ে । উল্লেখ্য লোকসভা এবং রাজ্য সভা  তে অবশ্য  তার দল  নাগরিকত্ব  সংশোধনী বিলের পক্ষেই  ভোট দিয়েছেন । প্রফুল্ল  মোহন্ত  বলেন  লোকসভা এবংরাজ্যসভা তে  বিলের  পক্ষে  সমর্থন করাটা  দুর্ভাগ্যজনক   ব্যাপার ।