নাম না করে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মমতা তে তোপ মোদির

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : আজ  নেতাজি ইন্ডোর  স্টেডিয়ামে  কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম  বর্ষপূর্তি  উপলক্ষে যে এ রাজনৈতিক অনুষ্ঠানটি হলো তাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ,কিন্তু কোনো অজ্ঞাতকারণে  মুখ্যমন্ত্রী এই  অনুষ্ঠানে যাননি । প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুকৌশলে  মমতা  বন্দ্যোপাধ্যায় কে  উন্নয়নের পরিপন্থী এবং তৃণমূল কংগ্রেস কে সিন্ডিকেটের দল  বলে ঘোষণা করলেন ।মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি  সেই সুযোগ টা  তাকে  করে দিলো । তিন  বলেন এই রাজ্যে আয়ুষ্মান  ভারত এবং কিষান সন্মান নিধির মত  সামাজিক শুভ  কাজ গুলি লাগু  করা গেলো  না রাজনৈতিক বাঁধায় ।