নিরাপত্তার ঘেরা টোপে অমরনাথের যাত্রীরা

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে শপথ নিয়ে এই  প্রথম বার  কাশ্মীর  সফরে যাচ্ছেন অমিত শাহ  কাশ্মীরের নিরাপত্তা  পরাজলোচনার করার জন্য । এই ছাড়াও  অমরনাথ যাত্রীদের  নিরাপত্তা  নিয়েও পরিকল্পনা  করা হচ্ছে । সংবাদ  মাধ্যমে  প্রকাশিত  খবর  থেকে জানা যায়  কেন্দ্রীয়  সরকার অমরনাথ যাত্রীদের নিরাপত্তার  জন্য  এই বছর  জম্মু  কাশ্মীর  পুলিশ  ও সেনা ছাড়াও ,পয়লা  জুলাই  থেকে ৪৬ দিনের জন্য  মোতায়েন  করা  হচ্ছে প্রায় ৪২ হাজারের মত  আধা সামরিক বাহিনী ।