নির্বাচন কমিশন কে চিঠি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  ভোটের   জন্য  বাস  অধিগ্রহণ  করলে  সাধারণ  বাসের  জন্য  দিন  প্রতি  ৩৫০০  টাকা  ও  দূরপাল্লার  বাসের  জন্য  দিন  প্রতি   ৩৯০০  টাকা দেওয়া  দায়ী  নিয়ে  কমিশনকে  চিঠি  দিল  বাম   মালিক  সংঠনের   কর্তিপক্ষ  ”  জয়েন্ট  কাউন্সিল  ” পাশাপাশি  বাস  কর্মীদের  খাওয়া  বাবদ  টাকা  ১৬৫  টাকা  বাড়িয়ে  ৩৫০  টাকা  করার  দাবি  জানান  হয়েছে ।