নির্বাচন কমিশন শাস্তি দিল মায়াবতী ও যোগী আদিত্য নাথকে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয়  নির্বাচন  কমিশন  প্রচারে  কু  –  কথা  বলার  শাস্তি  হিসাবে  নেতাদের  প্রচারের  উপর  নিষেধজ্ঞা   জারি  করল ,  প্রচারে  ধর্মকে  টেনে  আনাতে   উত্তর  প্রদেশের  মুখ্যমন্ত্রী  যোগী  আদিত্য  নাথকে   ৩  দিন  এবং  মায়াবতী  কে  ২  দিন  ও  কেন্দ্রীয়  মন্ত্রী  মানেকা  গান্ধীকে  ২  দিন  প্রচার  থেকে  বিরত  থাকার  নির্দেশ  দিল।  অনদিকে  জয়া প্রদাকে   অবমাননাকর  মন্তব্য  করার  জন্য  এস  পি  নেতা আজম  খানকে  প্রচারের  উপর  ৩  দিনের    শাস্তি  দেওয়া  হয়েছে ।