নির্মীয়মাণ জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত ১১

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:একটি নির্মীয়মাণ জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণ হারালেন তিন জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর বেঙ্গালুরুর নাগাভারা এলাকার জোগাপ্পাতে। এই ঘটনায় ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় দুটি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজক বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, প্রায় ২০ জন শ্রমিক বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই ও সুয়েজ বোর্ডের তৈরি একটি জলের ট্যাঙ্কে কাজ করছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তদন্তের পর আধিকারিকদের মত, স্তম্ভে ফাটল ধরায় কারণেই ট্যাঙ্কটি ভেঙে পড়তে পারে। এদিকে, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, দমকল কর্মী, ইমার্জেন্সি সার্ভিস ও পুলিস আধিকারিকরা উদ্ধারকার্যে অংশ নিয়েছেন। কর্ণাটকের মন্ত্রী কৃষ্ণাবয়রে গৌডা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।