সোমবার নীতিশ কুমার সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন , সঙ্গে রইলেন বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী -তারকেশ্বর প্রসাদ এবং রেনু দেবী। দুজনের কেউই অবশ্য বিহারের রাজনীতিতে নীতিশের ঘনিষ্ট নন। ৪৩ টি আসন নিয়ে নীতিশের জেডিইউ এবারের ভোটে তৃতীয় হয়েছে আরজেডি ও বিজেপির পর। এদিন বিজেপির ৭ জন ,জেডিইউর ৬ জন ,ভিআইপি ও হ্যাম দলের ১ জন করে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...