নীতি আয়োগ ঘোষণা করলো বয়স্ক রা নিরাপদ হলেও শিশুদের জন্য তৃতীয় ঢেউ চিন্তার বিষয়

গতকাল নীতি আয়োগের সদস্য বিনোদ পল জানান যেই সমস্থ প্রবীণেরা নীরোগ এবং করোনার দুটি ডোজ
নিয়েছেন তাদের স্বাবাভিক জীবন যাপনে কোনো বাঁধা নেই ।তবে করোনার দ্বিতীয় ঢেউ তে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শিশুদের বন্ধ হয়েছেসংক্রমণের কারণে । এইমসের করা এক সমীক্ষায় দেখা গিয়েছে বড়োদের সাথে পাল্লা দিয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও বিশেষ করে মহারাষ্ট্র ,মধ্যপ্রদেশ এবং কর্ণাটক ।