খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনা মোকাবিলা তে আপাতত তিন মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে এই লকডাউনের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় তার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ্র শোনালেন আসার বাণী ,তিনি বলেন সাংবাদিক সম্মেলন করে বলেন আগামীদিনে ভারত সহ অনেক দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার কমে যাবে বলে দাবি করেছে কিছু বিদেশী সংস্থা জবাবে তিনি বলেন ভারত কৃষি নির্ভর দেশ ,বর্তমানে কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ৬০% বেশি ,কৃষি ভারত কে টেনে তুলবে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...