খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হাত ১৯ শে মার্চ লন্ডন পুলিশ পিএনবি কান্ডে ১৪ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় গ্রেপ্তার করে অভিযুক্ত নীরব মোদীকে। আগামী শুক্রবার (২৯ স মার্চ ) লন্ডনের আদালতে ফের জামিনের আর্জি জানাবে নীরব মোদির উকিলরা । পলাতক এই ব্যবসায়ীর প্রত্যার্পণ মামলায় স্থানীয় কর্তিপক্ষকে সাহায্য করতে ভারত থেকে লন্ডন রওনা দিল সি বি আই ও ইডির একটা যৌথ দল। এই দলে জয়েন্ট ডাইরেক্টর পদমর্যাদার অফিসারেরা রয়েছেন ।