খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় সিনেমার বাজার দখল করতে বেশ জোরদার ভাবে এগোচ্ছে অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেট ক্লিক্স। বলিউডের একাধিক নামী পরিচালকদের সঙ্গে ছবি করার বিষয় চুক্তি করেছে তারা। অনুরাগ কাশ্যপ , জোয়া আখতার , দিবাকর বন্দ্যোপাধ্যায় ও করেন জোহর এর সঙ্গে দশটি ছবির জন্য চুক্তি করে চেন তারা। এছাড়া ও ফারাহ খানের প্রযোজনায় এবং রেড চিলিজের সঙ্গে হাত মিলিয়ে ও কাজ করবে তারা।