নেফ্রো কেয়ারের নেতৃত্বে কিডনির জন্য সচেতনতা যাত্রা

On: Sunday, December 14, 2025 3:21 PM

আজ ১৪ ডিসেম্বর নেফ্রো কেয়ারের নেতৃত্বে কিডনি সম্মন্ধে সচেতনতা বাড়াতে সল্টলেকের জেসি ১৮ থেকে সল্টলেকের সিডি ব্লক পার্ক অব্দি ৩.৫ কিমি দূরত্বের একটি পদযাত্রা অনুষ্ঠিত করা হয় ,প্রায় ১০০০ মানুষ কে সঙ্গে নিয়ে । এই পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন বিখ্যাত নেফ্রোলজিস্ট প্রতিম সেনগুপ্ত । এই ছাড়াও বিশিষ্ট অতিথি দের মধ্যে ছিলেন ,বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ , অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ,পর্বত আরোহী পিয়ালী বসাক ,বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অনীশ সরকার ,গোল্ডেন টিউলিপ হোটেলের ডিরেক্টর আশীষ মিত্তল সহ অন্যান্য বিশিষ্ঠ নাগরিকবৃন্দ । বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ “ওয়াকাথানের ” শেষে সাংবাদিকদের বলেন “একটি ভালো অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আমি ফিরে যাচ্ছি। সব থেকে যেটা ভালো লেগেছে তা হলো সাধারণ নাগরিক ,ডায়ালাইসিস পেশেন্ট এবং স্থানীয় নাগরিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত ।নেফ্রো কেয়ারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ।নেফ্রো কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর এবং বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার প্রতিম সেনগুপ্ত বলেন “প্রিভেনশন ইস বেটার দেন কিউর “। তিনি স্পষ্ট বলেন ” রোগে আক্রান্ত হওয়ার আগেই আপনি যদি হাঁটা কে মাধ্যম করেন ,তবে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন ই হয়না । প্রায় হাজার-খানেক মানুষ যারা এই অনুষ্ঠানে যোগ দান করেছিলেন তাদের সবাই কে তিনি ধন্যবাদ জানান “।