নয় দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো ছত্তিসগড়ের দুর্গ জেলাতে

করোনা সংক্রমণ মারাত্বক রূপ নেওয়া তে ছত্তীসগঢ় সরকার ,দুর্গ জেলাতে আজ থেকে ১৪ এপ্রিল অব্দি
সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন ।প্রশাসনের তরফে জানানো হয়েছে ,করোনার চেন ভাঙতে এই কঠিন সিদ্ধান্ত ।এই নয় দিন দুর্গ জেলার সব সীমানা বন্ধ রাখা হবে ।ই পাশ না থাকলে দুর্গে ঢোকা যাবেনা । ওষুধ ও পেট্রল পাম্প খোলা থাকবে ,আর বাড়ি বাড়ি দুধ ও খবরের কাগজ পৌঁছে দেবে সরকার ।