খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা পুরসভার উদ্যোগে ১৬ কোটি টাকা ব্যায় চটজলদি শহরের রাস্তার ছোটখাট গর্ত মেরামত করে মসৃন করতে কেনা হল পট হোল রিপেয়ার মেশিন। এর সাথে মিলিং মেশিন নামক আরো একটি যন্ত্র কিনল কলকাতা পুরসভা, মিলিং মেশিনের কাজ হবে উঁচু রাস্তা কেটে নিচু করে নতুন ভাবে তৈরী করা। গতকাল পুরসভার সামনে পেবার মেশিন, পটহোল মেশিন এবং মিলিং মেশিনের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হেকিম ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...