খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা পুরসভার উদ্যোগে ১৬ কোটি টাকা ব্যায় চটজলদি শহরের রাস্তার ছোটখাট গর্ত মেরামত করে মসৃন করতে কেনা হল পট হোল রিপেয়ার মেশিন। এর সাথে মিলিং মেশিন নামক আরো একটি যন্ত্র কিনল কলকাতা পুরসভা, মিলিং মেশিনের কাজ হবে উঁচু রাস্তা কেটে নিচু করে নতুন ভাবে তৈরী করা। গতকাল পুরসভার সামনে পেবার মেশিন, পটহোল মেশিন এবং মিলিং মেশিনের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হেকিম ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...