পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিতে চান উর্দু সাহিত্যিক

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সংশোধিত  নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশ জুড়ে যা চলছে  তা  নিয়ে  বিরক্ত  হয়ে ২০০৭ সালে  পদ্মশ্রী  সম্মানে  ভূষিত উর্দু সাহিত্যিক  মুজফ্তা  হোসেন  বলেন ” আমি পুরস্কার  টা  ফিরিয়ে দেয়ার কথা  ভাবছি কারণ ওটা  আমি বাড়িতে আর রাখতে চাই  না  ধর্মের নামে  দেশে বিজাজন চলছে বলে অভিযোগ করেন তিনি । তিনি সিদ্ধান্ত নিয়েছে খুব শিগ্রই  তিনি এই ব্যাপারে চিঠি লিখবেন সরকার কে উল্লেখ্য ২০০৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি কালামের হাত তিনি এই পুরস্কার নিয়েছিলেন ।