ভারত চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদজ্ঞাপন । ১৯৫০ শালের ১ লা এপ্রিল ভারতের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ।গতকাল ছিল সেই সম্পর্কের ৭৫ বছরে পা দেওয়ার দিন ।সেই উপলক্ষে কলকাতা তে চীনের কনসাল সুযুবেই বলেন ,রবীন্দ্রনাথ চিনে একটি পরিচিত নাম ,ভারত তো বটেই চিনেও তার প্রজ্ঞা ও সাহিত্য নিয়ে প্রচুর আলোচনা হয় ,ঘটনা ক্রমে রবীন্দ্র নাথের চীন ভ্রমণের শতবর্ষ এই বছর ই । আমরা আশা করি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে মত ভেদ কেটে যাবে ।