পর্যটক দের সুবিধা দিতে বাজারে আসছেন পর্যটন ক্রেডিট কার্ড

আই আর সি টি সির সঙ্গে হাত মিলিয়ে এইচডি এফসি বাজারে আনতে চলেছে পর্যটন ক্রেডিট কার্ড ।কর্তৃপক্ষের দাবি ,এইটি ব্যবহার করে আইআর সিটি সির সাইট ও আপের মাধ্যমে টিকিট কাটলে খরচ কম পড়বে ,রয়েছে আরও অনেক সুবিধা ।সংস্থার এমডি বলেন ,দিনে ৮২% টিকিট সংস্থার সাইটে বিক্রি হয় আশা করা যায় তা আরো বাড়বে ।