পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে লোকসভা ভোটে লড়বে কুর্মি সমাজ

গতকাল পুরুলিয়ার চররা তে জনসভা থেকে তাদের নেতা অজিত মাহাতো জানান আসন্ন লোকসভা ভোটে ,পুরুলিয়া – বাঁকুড়া ,মেদিনীপুর লোকসভা আসনে এবং ঝাড়খণ্ডের রাঁচি -জামশেদপুর ,ধানবাদ ,গিরিডি ,হাজারীবাঘ এবং পশ্চিম সিংভূম আসনে লড়াই করবেন তারা ।ওডিশার আসন গুলো সংরক্ষিত হওয়াতে সেইখানে নির্বাচন বয়কট করবেন তারা ।