রবিবার ভোর পৌনে ৬ টা নাগাদ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জয়পুর থেকে চেন্নাইগামী স্পাইস জেটের একটি বিমান জরুরি অবতরণ করে চেন্নাই বিমানবন্দরে ।জানা যাচ্ছে ফ্লাইট নম্বর এসজি ৯০৪৬ উড়ান টি বিমানবন্দরে অবতরণের আগে বিমানের একটি টায়ার ফেটে যায় । তা বুঝতে পেরে চালক এটি সির সঙ্গে যোগাযোগ করেন এবং উড়ানের জরুরি অবতরণের জন্য নির্দেশ নেন এটিসির কাছ থেকে ,বিমানের সবাই সুস্থ্য আছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...