পাইলটের তৎপরতা রক্ষাপেলো স্পাইসজেটের একটি বিমান

রবিবার ভোর পৌনে ৬ টা নাগাদ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জয়পুর থেকে চেন্নাইগামী স্পাইস জেটের একটি বিমান জরুরি অবতরণ করে চেন্নাই বিমানবন্দরে ।জানা যাচ্ছে ফ্লাইট নম্বর এসজি ৯০৪৬ উড়ান টি বিমানবন্দরে অবতরণের আগে বিমানের একটি টায়ার ফেটে যায় । তা বুঝতে পেরে চালক এটি সির সঙ্গে যোগাযোগ করেন এবং উড়ানের জরুরি অবতরণের জন্য নির্দেশ নেন এটিসির কাছ থেকে ,বিমানের সবাই সুস্থ্য আছে ।