নির্বাচন বিধি মেনে গত শুক্রবার ই পাঞ্জাব বিধানসভার প্রচার শেষ হয়ে গিয়েছে আজকে সকাল ৭ টা থেকে
শুরু হয়েছে নির্বাচন । পাঞ্জাবের তিনটি অঞ্চল মাজা দোয়াবা এবং মালেয়ার মিলে ১১৭ টির মধ্যে ৬৯ টি আসন রয়েছে মালেয়া তে । স্বর্ণমন্দির ও গুরুদ্বার কেন্দ্রিক মাজা অঞ্চলে রয়েছে২৫ টি আসন এবং দোয়াবা তে রয়েছে ২৩ টি আসন ,সুতরাং অঙ্কের নিরিখে মালেয়া অঞ্চল যার দখলে থাকবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আসন সেই দলের জন্য নির্দিষ্ঠ হয়ে যায় ।