পাটনা তে নীতিশ কুমারের নেতৃত্বে বিরোধীরা ঐক্য বদ্ধ হচ্ছেন

জয়প্রকাশ নারায়ণ জরুরি অবস্থার বিরোধিতা করে সম্পূর্ণ ক্রান্তির ডাক দিয়েছিলেন ৬০ য়ের দশকে হয়ে
উঠেছিলেন বিরোধী মুখ ।একই ভাবে বিহারে নীতিশ কুমারের ডাকে মিলিত হচ্ছেন দেশের সব বিরোধী দল । ছেয়ে গিয়েছে পোস্টার ।গান্ধী,ময়দানের কাছে জ্ঞান ভবনে বিরোধীদের বৈঠক বসবে । অরবিন্দ কেজরিওয়াল কে দেশ কা লাল আক্ষা দিয়ে পোস্টের পড়েছে ,পাটনা তে যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ,থাকবেন রাহুল গান্ধী ।