খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লাদাখে জমি দখলের জবাবে ভারত পাবাজি আপ নিষিদ্ধ করেছে। আগে ২বারেভারত ১০৮টি চীনের আপ নিষিদ্ধ করেছিল। এবারে আরও ১১৮টি যোগ হল। গালওয়ানে সেনা সংঘর্ষের পর থেকে ভারত চীনের প্রতি কঠোর মনোভাব নিয়েছে। সীমান্তে ভারতের সেনার তৎপরতা বেড়েছে। অন্যদিকে ভারত অনেক আপ নিষিদ্ধ করে সাইবার বাণিজ্যে আঘাত আনার চেষ্টা করছে। তবে পাবাজি বন্ধ হওয়ায় অভিভাবকেরা খুব খুশী। এই গেমগুলো ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...