নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্কের : থাইল্যান্ডের উপকূলবর্তী অঞ্চল তছনছ করে দিয়ে ঘূর্ণিঝড় পাবুক হানা দেয় আন্দামান দ্বীপপুঞ্জে গতকাল গভীর রাতে ।ঘূর্ণিঝড়ের দাপটে সাগরে ১০-১৫ ফুট ঢেউ তো ছিলই সেই সঙ্গে প্রায় ৭৫-১০০ কিমি বেগে বয়ে যাওয়া ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আন্দামানের বিস্তীর্ণ এলাকা । রাত ভর তান্ডব চালানোর পরে পাবুক শক্তিক্ষয় ঘুরে গিয়েছে মায়নামারের দিকে তবে আজ পাবুকের দাপটে ভারী বৃষ্টিপাত হয়েছে আন্দামানে ,শীত কমেছে পশ্চিমবঙ্গে ।