পাম তেলের আমদানি নিয়ন্ত্রিত হওয়াতে কোপ পড়বে সব প্রকার দ্রব্যের উপরে

Bottle pouring virgin olive oil in a bowl close up

ইন্দোনেশিয়া নিজের দেশের পাম তেলের সঙ্কট কাটাতে বিদেশ তেল রফতানি বন্ধ করে দিয়েছে ,তার ফলেভারতে পাম তেল যা বর্তমানে ১৫০-১৬০ টাকা তে বিক্রি হয় তার অনেক দাম বাড়তে পারে । পাম তেলে ব্যবহার করা হয় বিসকুট নুডলস শাবান শ্যাম্পু তেলে ভাজা ,নিমকি ,সিঙ্গারা ,চাউমিন রোল প্রভৃতি তৈরি তে ।তার ফলে পাম তেলের দাম বাড়তে পারে এই ছাড়াও দাম বাড়বে অনেক নিত্য পণ্যের ।