নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে শিশু পুত্রের জন্মদিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপূত । মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে তার বড় কন্যা মিশার ছবি দিয়ে দ্বিতীয় বার পিতা হবার কথা জানিয়েছিলেন শাহিদ । হাসপাতালে শাহিদের সন্তান কে দেখতে আসেন অভিনেতা ইশান্ত খট্টর এবং শাহিদের মা নীলিমা কাপুর ,হাসপাতাল সূত্রে জানানো হয়েছে নবজাতক এবং তার মা সুস্থ্য আছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...