নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে শিশু পুত্রের জন্মদিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপূত । মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে তার বড় কন্যা মিশার ছবি দিয়ে দ্বিতীয় বার পিতা হবার কথা জানিয়েছিলেন শাহিদ । হাসপাতালে শাহিদের সন্তান কে দেখতে আসেন অভিনেতা ইশান্ত খট্টর এবং শাহিদের মা নীলিমা কাপুর ,হাসপাতাল সূত্রে জানানো হয়েছে নবজাতক এবং তার মা সুস্থ্য আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...