
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডির দায়ের করা আই এন এক্স টাকা পাচার মামলায় ধৃত পি চিদাম্বরসের জামিনের আর্জ্জি আজ বুধবার শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বেধীন ডিভিশন বেঞ্চ। সি বি আইয়ের করা আই যেন একস মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে একমাসের ও বেশী আগে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট ।