পুদুচেরি ও তামিল নাড়ুর ভোট গ্রহণ কে কেন্দ্র করে অভিযোগ জানালো কামাল হাসান

তামিল নাডুতে কামাল হাসান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়ে জানান টোকেন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে শাসক দল ও ডিএমকে ।বলা হচ্ছে ভোটের পরে এই টোকেন দেখালে টাকা পাওয়া যাবে ।তামিলনাডুতে মূলত লড়াই ডিএমকে এবং এআইডিএম কের মধ্যে ।পাশাপাশি ভোট চলছে পুদুচেরি বিধানসভা আসনে ।